Kosto Beche Khai Lyrics Details :
Kosto Beche Khai Song Is Sung by Tarun Munshi. Tokhon Ami Ei Shohore Koshto Beche Khai Cover Version Song Is Sung by Noble Man.
Song : Kosto Beche Khai
Originaly Sung by : Tarun Munshi
Cover by : Noble Man
Kosto Beche Khai Lyrics (Bangla) -
কেউ না জানুক মন তো জানে
মনের ও যে কষ্ট আছে,
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়।
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়,
দূরের থেকে ভালো সবিই
কাছে গেলে নাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।
ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না
অনায়াসে বয়ে আনে চোখে বন্যা,
আমার কাছে ভালোবাসা যেনো অন্ধকার
ভালোবাসা নকশী কাঁথা গোপন ও দ্বিধার,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।
যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরণ্যে
যে পেচানো লতার মাঝে গেলাম জড়িয়ে,
ডেকেও যখন ডাক মেলেনা তখন ভাবে মন
হয়তো একটু পরের ক্ষণে আসবে প্রিয়জন,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।
কেউ না জানুক মন তো জানে
মনের ও যে কষ্ট আছে,
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়।
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়,
দূরের থেকে ভালো সবিই
কাছে গেলে নাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।

0 Comments